আগামী বছরে ১ লা জুন থেকে শুরু হচ্ছে মাধ‍্যমিক পরীক্ষা : জানালো পর্ষদ

26th December 2020 8:40 pm কলকাতা
আগামী বছরে ১ লা জুন থেকে শুরু হচ্ছে মাধ‍্যমিক পরীক্ষা : জানালো পর্ষদ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : করোনা আবহে শিক্ষাবর্ষে পরিবর্তন ঘটেছে । কবে বিদ‍্যালয়ের পঠনপাঠন স্বাভাবিক হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা । স্কুলের পঠনপাঠন চালু করার জন‍্য শিক্ষক শিক্ষিকারাও  দাবী তুলেছেন । এর মধ‍্যেই এবার ২০২১ সালে মাধ‍্যমিক পরীক্ষার সূচী ঘোষনা করলো পর্ষদ । পর্ষদের ঘোষনা অনুসারে , ১ লা জুন প্রথম ভাষা , ২ রা জুন দ্বিতীয় ভাষা , ৩ রা জুন ভূগোল , ৫ ই জুন ইতিহাস , ৭ ই জুন অংক , ৮ ই জুন জীবন বিজ্ঞান , ৯ ই জুন পদার্থ বিজ্ঞান ও ১০ ই জুন ইচ্ছিক বিষয় এর পরীক্ষা গৃহীত হবে বলে জানা গেছে । পরীক্ষা গ্ৰহণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১:৪৫ থেকে বিকেল ৩ টে অবধি । প্রথম ১৫ মিনিট প্রশ্ন পত্র পড়ার জন‍্য নির্ধারিত । করোনা বিধি মাথায় রেখেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বাড়তি সতর্কতা রাখা হবে । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।